বিসমিল্লাহির রাহমানির রাহীম। সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা মহান রবের প্রতি যিনি আমাকে এই বইটি লিখতে সাহায্য করেছেন। কৃতজ্ঞতা আমার মা- বাবা, আমার শিক্ষক, আমার ভাই-বোন, বন্ধু-বান্ধবদের প্রতি যারা পজেটিভ দৃষ্টিভঙ্গি গঠনে আমাকে সহযোগিতা করেছেন ও প্রতিনিয়ত করে যাচ্ছেন।
একদিন আমি যখন আমার চার বছরের সন্তানের সাথে খেলাধুলা করছিলাম, (কানামাছি, লুকোচুরি ইত্যাদি) তখন আমি ভাবলাম, তাকে দুষ্টুমির ছলে- হেসে খেলেও ইংরেজি শেখানো যায়। এতে করে সে টেরও পাবে না যে, তাকে পড়ানো হচ্ছে। সে থেকেই যাত্রা শুরু।
প্রাথমিকদিকে, আমি তাকে কিছুই না বলে শুধু দুষ্টুমি করতে করতে বার বার বলতে লাগলাম I go আমি যাই, I go আমি যাই, I go আমি যাই। -এভাবে অনেক বার বলার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, I go - এর মানে যেন কি? তখন সে লাফ দিয়ে বলে উঠল- "আমি যাই"।
সে থেকেই আমি আমার যাত্রা শুরু করলাম এবং প্রতিদিন তাকে নিয়ে একটু একটু করে চর্চা শুরু করলাম কিন্তু আমি তাকে বুঝতে দেইনি যে, তাকে পড়ানো হচ্ছে।
তার বড় বোনকে আমি যখন পড়াতাম তখন সে তার বড় বোনের পাশেই বসে থাকত, খেলাধুলা ও দুষ্টুমি করত। সে শুনে শুনে অনেক কিছুই শিখতে লাগল। আমরা তাকে উৎসাহিত করতে কুণ্ঠাবোধ করিনি। সে মজার ছলে শিখতে লাগল ও Practice করতে লাগল। তার আগ্রহের কোনও কমতি নেই।
তারপর আমি ভাবলাম, এই ডিজিটাল যুগে কেন আমার এই পরীক্ষিত পদ্ধতিকে আমি একটি বই রূপে ও একটি কোর্স রূপে রূপ দেব না! যাতে করে অনেক বাবা-মায়ের উপকার হবে। বই ও কোর্সটি তাদের সন্তানকে অনেক অনেক এগিয়ে রাখবে ইংরেজিতে। মূলতঃ সেখান থেকেই আমার এই "ছোটদের সহজ ভাষায় Spoken English (Book-1)" বইটি লেখা।
আব্দুল আউয়াল ময়মনসিংহ জেলার ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ছোটদের মাইন্ডসেট ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট ও ইংরেজি শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি ২০২১ সালে ছোটদের জন্য Mini Online School প্রতিষ্ঠিত করেন। তিনি ছোটদের জন্য লিখেনঃ ১। ছোটদের সহজ ভাষায় Spoken English Book-1 ও ২। ছোটদের সহজ ভাষায় Spoken English Book-2, যে দু'টি বই দেশের মাটিতে ব্যাপক সাড়া ফেলে।