মক্কায় হজযাত্রা শুরু হয়েছিল সুদীর্ঘ ৪০০০ বছর পূর্বে। যখন মহান আল্লাহর আদেশক্রমে হযরত ইবরাহিম (আঃ) প্রাচীন ব্যাবিলন বর্তমান ইরাক থেকে সুদীর্ঘ যাত্রা শেষে বিরাণ, মরুময়, ধূসর আরবে পৌঁছান। সেখানে তিনি তাঁর স্ত্রী বিবি হাজেরা (রাঃ) এবং তাঁর অতি প্রাণপ্রিয় শিশুপুত্র ইসমাইল (আঃ) কে রেখে আসেন।
হজের বিধানসমূহ সেই কাহিনীরই বহিঃপ্রকাশ। কিভাবে বিবি হাজেরা (রাঃ) তাঁর শিশুপুত্রের জন্য পানির খোঁজে সংগ্রাম করেছিলেন এবং অবশেষে অলৌকিকভাবে জমজম কুপের জন্ম হয় ও তাঁদের উভয়ের জীবন রক্ষা করে। এটা আরো অনুসরণ করে, যখন হযরত ইবরাহিম (আঃ) তাঁর প্রিয় পুত্র ইসমাইল (আঃ) কে আল্লাহর নামে উৎসর্গ করেন। হযরত ইবরাহিম (আঃ) পবিত্র গৃহ কা'বার নির্মাণ এবং হজের জন্য আহবান তিনিই প্রথম করেন।
আজ হযরত ইবরাহিম (আঃ)-এর সেই ডাক এবং হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মতগণ অনুসরণ করেই প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান পবিত্র শহর মক্কায় জমায়েত হন হজ পালনের উদ্দেশ্যে।
এই বই থেকে আমরা জানতে পারব হজ কি, কিভাবে এর শুরু এবং কিভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) হজ পালন করেন যা আমাদের আদর্শ। আরও জানা যাবে, হজের অন্তর্নিহিত তাৎপর্যই বা কি। ইসলামের অন্যতম স্তম্ভ-হজ কিভাবে হাজীগণের জীবনে গুরুত্ব রাখে এই বইতে সে সম্পর্কে বলা হয়েছে।
হজ পালন করতে গিয়ে পবিত্র কাবা গৃহের যে অনুপম ছবি এবং অনুভূতি নিয়ে এসেছি সেই অনুভূতি থেকেই হজ বিষয়ে বই লেখার প্রেরণা অনুভব করি।