ইমাম জালালুদ্দিন সুয়ুতি (রহ.)-এর এই অনন্য গ্রন্থটিতে কেবলমাত্র বিশুদ্ধ মুতাওয়াতির হাদিস সংকলন করেছেন অর্থাৎ এমন সব হাদিস, যেগুলো বহু সংখ্যক সহিহ সনদধারী রাবীর মাধ্যমে বর্ণিত হয়ে হাদিসশাস্ত্রে সর্বোচ্চ গ্রহণযোগ্যতার স্তরে উন্নীত হয়েছে। এসব হাদিসকে অস্বীকার করার অবকাশ নেই, কারণ তা এমন সুপ্রতিষ্ঠিত সূত্রে সংরক্ষিত, যার ভিত্তিতে কোনো সন্দেহের অবকাশ থাকে না।
গ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য হলো, এতে ইসলামের মৌলিক বিশ্বাস ও আকিদার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কিয়ামত, জান্নাত-জাহান্নাম, ফেরেশতা, নবুয়ত ও আল্লাহর অস্তিত্বসহ নানা গুরুত্বপূর্ণ ঈমানি বিষয়ের উপর ভিত্তি করে যেসব হাদিস মুসলিম সমাজের বিশ্বাসকে দৃঢ় করে তাই এখানে স্থান পেয়েছে। ফলে বইটি পাঠকদের ঈমান শক্তিশালী করার এক নির্ভরযোগ্য রসদে পরিণত হবে। ইনশাআল্লাহ
এই সংকলন কেবল সাধারণ পাঠকের জন্য উপকারী নয়; বরং উলামা, মাদরাসা শিক্ষক, তালিবে ইলম ও গবেষকদের জন্যও গুরুত্বপূর্ণ রেফারেন্সগ্রন্থ হিসেবে বিবেচিত হবে। সনদ ও উসুলের আলোকে ইমাম সুয়ুতি এমনভাবে হাদিসগুলো বিন্যস্ত করেছেন, যাতে পাঠক সহজেই বুঝতে পারেন, প্রত্যেক হাদিস কোন কোন সাহাবির মাধ্যমে বর্ণিত হয়েছে এবং কীভাবে তা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে।
সমকালীন বিশ্বাসগত বিভ্রান্তি ও সংশয়ের যুগে এই গ্রন্থ মুসলিম পাঠকের জন্য এক আত্মিক দৃঢ়তার উৎস। কুরআন-সুন্নাহর আলোকে ঈমানকে সুদৃঢ় করার পাশাপাশি যুক্তিনির্ভর দাওয়াতের ক্ষেত্রেও এটি হতে পারে এক দুর্দান্ত সহায়ক গ্রন্থ।