বাংলাদেশের সরকার, রাজনীতি, গণতন্ত্র, সুশাসন ইত্যাদি নিয়ে সংবাদপত্রে লেখালেখির কমতি নেই। কিন্তু লেখার ভিড়ের মধ্যেও কোনো কোনো লেখকের সুচিন্তিত লেখা পাঠকের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরের লেখা সেরকমই পাঠকনন্দিত। এই বই মুহাম্মদ জাহাঙ্গীরের একটি প্রবন্ধ সংকলন। বাংলাদেশের সরকার, রাজনীতি, গণতন্ত্র, সুশাসন, স্থানীয় সরকার, তারুণ্য, তৃতীয় শক্তি, ছাত্র রাজনীতি ইত্যাদি নিয়ে বেশিরভাগ প্রবন্ধ রচিত। যে সব বিষয় আমাদের রাজনৈতিক অঙ্গনকে প্রায় প্রতিদিন উত্তপ্ত করছে মুহাম্মদ জাহাঙ্গীর প্রায় প্রতিটি বিষয় নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরেছেন। তাঁর বক্তব্যে রয়েছে মননশীল বিশ্লেষণ, যুক্তি, নানা সমালোচনার উত্তর ও অবধারিতভাবে কিছু প্রস্তাব বা সুপারিশ। এই প্রস্তাবগুলোই তাঁর প্রবন্ধকে অন্য লেখকের প্রবন্ধের চাইতে আলাদা করে দিয়েছে। এখানেই তাঁর বড় সাফল্য। তিনি পর্যালোচনা বা সমালোচনা করে তাঁর দায়িত্ব শেষ করেননি। সমস্যা থেকে উত্তরণের পথ নির্দেশ করেছেন। তাঁর প্রতিটি প্রস্তাবের সঙ্গে সব পাঠক একমত হবেন, এমন আশা করা যায়না। তবে তাঁর প্রস্তাবকে তুড়ি মেরে উড়িয়ে দেয়ারও সুযোগ নেই। তা পাঠককে ভাবতে বাধ্য করবে। বাংলাদেশে ৯০ এর পরে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হলেও নানা কারণে এখানে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা হচ্ছেনা। গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে সরকারও পরিচালিত হয়না। সুশাসন প্রায় নেই বললেই চলে। অথচ 'গণতন্ত্র' শব্দটি ব্যবহৃত হয় ব্যাপকভাবে, নির্বাচন হয়, সরকারও বদল হয়। কিন্তু প্রকৃত গণতন্ত্র চর্চা হয়না।
মুহাম্মদ জাহাঙ্গীর (জন্ম ১৯৫১) মিডিয়া বিষয়ক একজন লেখক হিসেবে সুপরিচিত। মিডিয়া ছাড়াও তিনি রাজনীতি ও অন্যান্য সমসাময়িক বিষয়ে সংবাদপত্রে নিয়মিত কলাম লেখেন। দল নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সমস্যা সমাধানে তাঁর মৌলিক চিন্তা অনেক পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। মূলতঃ ঢাকার দৈনিক 'প্রথম আলো' ও চট্টগ্রামের দৈনিক 'আজাদীতে' তিনি নিয়মিত লেখেন। চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭০ সালে তিনি সাংবাদিকতা পেশায় (দৈনিক পাকিস্তান) যোগ দেন। ১৯৮০ সালে তিনি সক্রিয় সাংবাদিকতা ছেড়ে প্রেস ইনষ্টিটিউট অব বাংলাদেশ-এ সাংবাদিক প্রশিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৯৯৫ সালে তিনি সেন্টার ফর ডেভলপমেন্ট কম্যুনিকেশন নামে একটি বেসরকারি মিডিয়া সংস্থা গঠন করে এর নির্বাহী পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৬৮ সাল থেকে বেতার ও ১৯৭৬ সাল থেকে টিভি মিডিয়ার সঙ্গে জড়িত। চলতি বিষয়ধর্মী টক শো'র সফল মডারেটর হিসেবে তিনি বিশেষ পরিচিতি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এম এ ও সাংবাদিকতায় এম এ ডিগ্রি লাভ করেছেন। তিনি ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর মিডিয়া ষ্টাডিজ এ্যান্ড জার্নালিজম বিভাগের খন্ডকালীন অধ্যাপক।