Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abu Rushod books

followers

আবু রূশদ

সামরিক কর্মকর্তা থেকে সাংবাদিক—এমন পথচলা সচরাচর দেখা যায় না। আবু রূশ্দ একসময় ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন সৈনিকের জীবন, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় তিনি পেশা পরিবর্তন করে আসেন সাংবাদিকতায়।

আবু রূশ্দ-এর জন্ম ১৯৬৫ সালের ২০ অক্টোবর, কিশোরগঞ্জ জেলায়। তাঁর পিতা ছিলেন রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক। রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচ.এস.সি পাশ করার পর তিনি ১৩তম লং কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। ক্যাডেট কলেজে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বাংলা ও ইংরেজি বিতর্কে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দীর্ঘ দুই বছরের প্রশিক্ষণকালে ৩য় ও ৪র্থ টার্মে যথাক্রমে কর্পোরাল ও আন্ডার অফিসার অ্যাপয়েন্টমেন্ট লাভ করেন। ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর তিনি কোর্সের প্রথম দশজনের একজন হিসেবে কমিশনপ্রাপ্ত হন।

সিগন্যাল কোরের অফিসার হিসেবে বেসিক কোর্স ও স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস-এ OWT কোর্স কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ১৯৮৯ সালে স্বাস্থ্যগত কারণে তাঁকে অবসর নিতে হয়। LPR শেষে তৎকালীন সরকার বেসামরিক পর্যায়ে সরকারি চাকরির সুযোগ দিলেও তিনি তা গ্রহণ না করে সাংবাদিকতাকে বেছে নেন।

এরপর তিনি দেশের একাধিক প্রথম শ্রেণির দৈনিক পত্রিকায় সিনিয়র রিপোর্টার, বিশেষ সংবাদদাতা ও সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। টেলিভিশন রিপোর্টিং-এর ওপর একটি কোর্সে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন।

বাংলাদেশে প্রতিরক্ষা সাংবাদিকতার সূচনা হয় আবু রূশ্দ-এর হাত ধরে। জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর আমন্ত্রণে তিনি সিয়েরালিওন ও দক্ষিণ সুদান সফর করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ইতালি, ফ্রান্স, দক্ষিণ সুদান, সিয়েরালিওন, চীন ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার ও মিডিয়া টিমের সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি তুরস্ক, মিশর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড ও হংকং-এও ভ্রমণ করেছেন।

২০০৮ সাল থেকে তিনি নিজের সম্পাদনায় বাংলাদেশের একমাত্র প্রতিরক্ষা বিষয়ক জার্নাল ‘বাংলাদেশ ডিফেন্স জার্নাল’ প্রকাশ করছেন। একই সঙ্গে একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বিদেশের বহু প্রতিরক্ষা পত্রিকা ও জার্নালে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক শোতেও তিনি নিয়মিত অংশগ্রহণ করেন।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে—

  1. পার্বত্য চট্টগ্রাম: শান্তিবাহিনী ও মানবাধিকার
  2. ইনসাইড ‘র’: ভারতীয় গুপ্তচর সংস্থার অজানা অধ্যায় (অনুবাদ)
  3. বাংলাদেশে ‘র’: আগ্রাসী গুপ্তচরবৃত্তির স্বরূপ সন্ধানে
  4. Secret Affidavit of Yahya Khan on 1971
  5. জাতীয় নিরাপত্তা, রণনীতি ও সশস্ত্র বাহিনী

এছাড়া দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে তাঁর অসংখ্য নিবন্ধ প্রকাশিত হয়েছে। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত, এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

আবু রূশদ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed